বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রাজশাহী। তাতেই চট্টগ্রাম ও সিলেটকে সঙ্গে নিয়েই কোয়ালিফায়ার নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা।
এদিন আগে ব্যাট করে ১৩১ রান করে ঢাকা। টার্গেট তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত হয় নাজমুল হোসেন শান্তরা।
এই জয়ের পর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রাজশাহী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে অবস্থান চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের।