
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-
শীত নিবারণের জন্য হত দরিদ্র মানুষের মঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদার।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন এর বড় ভাই সুহেল আহমদ তালুকদার ও আজাদ মিয়া তালুকদার।
জগদীশপুর গ্রামে কম্বল পেয়ে একাধিক উপকারভোগী বলেন, এবার কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। শীতে কম্বল কিনতেও পারি না। সকালে জগদীশপুর গ্রামের সুহেল মিয়া তালুকদার বাড়ি বাড়ি খবর দিয়ে কম্বল দিছেন। এতে আমাদের সবার উপকার হয়েছে। আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদার ও পরিবারের সদস্যদের জন্য অনেক দোয়া রইলো।
যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন এর বড় ভাই সুহেল আহমদ তালুকদার বলেন, শীতে দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র-কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাখতেই কম্বল বিতরণ করছি। আমরা এলাকার বিত্তবানদের আহবান জানাব শীতার্তদের পাশে দাড়াতে।
কম্বল বিতরনকালে জগদীশপুর ইসলামিয়া দাখিল মদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারসহ জগদীশপুর গ্রামের গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।