ওসমানীনগর প্রতিনিধি::
জাতীয় ছাত্রশক্তির সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ওসমানীনগরের আশরাফুল ইসলাম আবিদ। গত ৩ জানুয়ারি জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মুহাম্মদ এবং সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আর তৌহিদ মো. সিয়ামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ছাত্রশক্তির সিলেট জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে তৌফিক ওমর তানভীরকে আহ্বায়ক ও আরিফুল ইসলাম আরিফকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের কৃতি সন্তান আশরাফুল ইসলাম আবিদ। ছাত্ররাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিক্রিয়ায় আশরাফুল ইসলাম আবিদ বলেন,জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব ও আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং আদর্শিক রাজনীতি চর্চায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।
তিনি আশা প্রকাশ করেন, সিলেট জেলা শাখার সকল নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ছাত্রশক্তি আগামী দিনে একটি শক্তিশালী ও আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে আরও এগিয়ে যাবে।