ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও সদর পৌর এলাকায় বসবাসরত এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে হানাতুন নেছা কেয়া (১৫) নামের ওই শিক্ষার্থী নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার পৈতৃক নিবাস রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায়। পড়াশোনার কারণে সে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি মেসে থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিষয়টি নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
এই আকস্মিক ঘটনায় সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে শোকের আবহ বিরাজ করছে।