
আঃজলিল,স্টাফ রিপোর্টার:- উৎসবমুখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলিকাতা বিশ্ববিদ্যালয় কতৃক স্বীকৃতিপ্রাপ্ত বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের কামাল ও ইংরেজি শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান টি আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আঃরাজ্জাক সিনয়র,উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন এছাড়া, চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বজলু রহমান, অভিভাবক সদস্য কামরুজ্জামান লাল্টু, আলি হোসেন সহ অন্যান্য অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মেধাতালিকায় ১ থেকে ১০ পর্যন্ত ছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।