ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে তাঁকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সামাজিক পরিবেশ সুদৃঢ় করা, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করতে চান।
মনোনয়ন জমা দেওয়ার আগে মির্জা ফখরুল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।