লংলা পরগনা ফেসবুক পেইজের আয়োজনে আজ রবিরবাজারে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান
ইফতেখার আহমদ আদিল :: আওয়াজ সিলেট :: কুলাউড়া প্রতিনিধি ::
লংলা পরগনা ফেসবুক পেইজের আয়োজনে আজ ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির স্থান নির্ধারণ করা হয়েছে রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজারে।
এই অনুষ্ঠানকে ঘিরে বিগত কয়েক মাস ধরে চলছিল ব্যাপক ও বিরাট পরিসরের প্রচারণা। আয়োজকরা জানান, বছরের শেষ প্রান্তে এসে যেন সাধারণ মানুষ আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে সময় কাটাতে পারে—এই লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড লালন এবং নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ-এর ২য় রানারআপ সাবরিনা পড়শী। এছাড়াও দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড দল ও খ্যাতনামা শিল্পীরা মঞ্চ মাতাবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লংলা পরগনা ফেসবুক পেইজের সম্মানিত চেয়ারম্যান বলেন,
“আমার প্রিয় রবিরবাজারবাসীসহ পুরো সিলেট এবং সিলেটের বাইরের মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে, যাতে বছরের শেষ সময়ে সবাই আনন্দের সাথে সময় কাটাতে পারে।”
তিনি রবিরবাজার ও কুলাউড়াসহ সকল দর্শনার্থীর প্রতি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ২০০ জনের বেশি স্থানীয় মানুষ নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় থাকবে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা।