আঃজলিল,স্টাফ রিপোর্টার:- বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা শংকরপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার মাগরিব নামাজ শেষ ৬ টার সময় শংকরপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে থেকে এক আনন্দ সমাবেশ পূর্বক র্যালি অনুষ্টিত হয়েছে। পরে ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাজারের বিভিন্ন জায়গা প্রদিক্ষন শেষে একটি শুভেচ্ছা মিছিল করা হয়। মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন,ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান, সাঃসম্পাদক এনামুল হক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব মেম্বার বিএনপির সিঃনেতা লুৎফর রহমান মেম্বার, ১নং ওয়ার্ডের সভাপতি আঃওহাব সাঃসম্পাদক শাহা জামাল,২নং ওয়ার্ডের সভাপতি শাহাজান সাঃসম্পাদক গোলাম হোসেন মেম্বার,শাহাজন,আলম,সাগর,আলিম,বরকত, সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আনন্দ সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে তারেক জিয়ার নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহব্বান জানানো হয়।