
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র প্রতিনিধি সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর)পৌর সদরের প্রাণ কেন্দ্র মাহিমা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রশিবির উপজেলা সভাপতি আবু তাহের সিদ্দিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
এ সময় তিনি বলেন, তিনি তার বক্তব্যে আদর্শবান ছাত্রসমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিন, পৌর জামাতের সভাপতি আবু হোসাইন মো. ওয়ালী উল্লাহ, জামাত নেতা জামাল উদ্দিন বেলাল, আরো বক্তব্য রাখেন উপজেলা শিবির সেক্রেটারি শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশের মাধ্যমে ছাত্রদের মধ্যে আদর্শিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।