1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদির ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান বেনাপোলের লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত।

সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের স্বনামধন্য সামাজিক সংগঠন কর্মধা ট্রাস্ট কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো ‘ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৩ ডিসেম্বর (শনিবার) কর্মধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ও বিকেল—দুই ধাপে এ পরীক্ষার আয়োজন করা হয়।

এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৭২৬ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫ম শ্রেণির ৪২২ জন, ৮ম শ্রেণির ১৬৫ জন এবং ১০ম শ্রেণির ১৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যা শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি পরীক্ষার প্রতি ব্যাপক আগ্রহ ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

কর্মধা ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বলেন,

> “কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বছর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। আগামীতেও কর্মধা ট্রাস্ট শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”

 

কর্মধা ট্রাস্টের প্রধান পরিচালক এম জালাল সিদ্দিকী এবং কো-ফাউন্ডার প্রবাসী আব্দুর রশিদ জানান, কর্মধা ট্রাস্ট শুধু মেধাবৃত্তি আয়োজনেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, মানবিক ও সামাজিক উন্নয়নে নানা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।
মেধাবৃত্তি পরীক্ষার দিন ট্রাস্টের সহযোগী ইউনিট ট্রাস্ট ব্লাড ডোনেশন ইউনিট দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালনা করে। এ মানবিক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কর্মধা ট্রাস্টের উপদেষ্টা হাজী মারুফ আহমদ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদার, ফটিগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনু মিয়া, কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কেটিএফ) কুলাউড়ার সভাপতি সুজিত দেব ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সাংবাদিক আলাউদ্দিন কবির, কর্মধা তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আবু সুফিয়ান, কর্মধা ট্রাস্টের পরিচালক নাহিদ হাসান নাজমুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কর্মধা ট্রাস্টের সম্মানিত সভাপতি, সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কর্মধা ট্রাস্ট পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব