
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজানা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্তভাবে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর সম্মান জানানো হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জাতির ইতিহাসে শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য তা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবসকে যথাযথ মর্যাদায় পালন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ।