
ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-
ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং ২৪’র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতৃত্বশীল ব্যক্তি শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে সাধারণ মানুষের ব্যানারে শিবদিঘি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা পৌরসভার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে ছাত্র সংগঠনের সমন্বয়ক তারেক মাহমুদ ও হাবিব, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাব্বির হোসেন, এনসিপির ডা. শাহজাহান আলী, গণ–অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো একটি পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ, যা রাজনৈতিক চর্চায় ভয়াবহ অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।