
ওসমানীনগর প্রতিনিধি::
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে সিলেটের ওসমানীনগরে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১২ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ছুরাব আলী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক আনোয়ার হোসেন আনার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ সুত্রধর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দুপ্রকের সহসভাপতি রেজওয়াদুর রহমান চৌধুরী শাহীন, প্রণয় কুমার পাল, সুব্রত রঞ্জন হাজরা, সমাজসেবক আনহার আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক মুহিব হাসান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ,পাঠাগার সম্পাদক রায়হান আহমদ,কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুর এম রেফুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।