
অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী ছিলেন।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিং এর মাধ্যমে এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেন।
আজ ৮ ডিসেম্বর সোমবার সন্ধায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এসময় ধানের শীষের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং উপস্থিত জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ধানের শীষকে বিজয়ী করার জন্য আবুল মনসুর মোহাম্মদ শওকত এর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।