
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের তরুণ নেতা মতিউর রহমান (মতি) সম্প্রতি রাজনৈতিক দায়িত্ব থেকে সরে এসে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ৭ ডিসেম্বর রাতের দিকে এই ঘোষণার মাধ্যমে তিনি জানান, আগের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া তার অগ্রাধিকার নয়, বরং মানুষের জীবনের মান উন্নয়নে মনোনিবেশ করবেন।
মতিউর রহমান বলেন, “এখন আমার মূল লক্ষ্য মানুষের কল্যাণ। ইউনিয়নের সমস্যা সমাধান, দরিদ্র ও অসহায়দের সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক কাজগুলোতে অংশ নেওয়াই আমার প্রধান অগ্রাধিকার।”
তিনি জানান, ইতোমধ্যে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছেন, যার মাধ্যমে এলাকায় সড়ক সংস্কার, শিক্ষা সহায়তা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
স্থানীয়রা বলছেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার মানবিক কর্মকাণ্ডের অনেক উদাহরণ রয়েছে। অসুস্থদের চিকিৎসা, শিক্ষার্থীদের সহায়তা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার অবদান দীর্ঘদিন ধরে মানুষ লক্ষ্য করে আসছে। তাই রাজনৈতিক পদত্যাগের সিদ্ধান্ত অনেককে চমকে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ এটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
প্রবীণরা মনে করছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের কল্যাণে কাজ করলে তার কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
মতিউর রহমান জানান, আগামীদিনে তরুণদের সঙ্গে কাজ করে ইউনিয়নের উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা হাতে নেবেন। তার এই পদক্ষেপ এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই আশাবাদী যে, সরাসরি জনসেবায় মনোনিবেশ করলে এলাকার মানুষের জন্য বাস্তব পরিবর্তন সম্ভব হবে।