
ওসমানীনগর প্রতিনিধি::
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিলেটের ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও কামরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী ও সদস্য সচিব লয়লুছ মিয়া।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লুকমান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি শামিম আহমেদ সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল ইসলাম, কাজী শওকত, আনোয়ার হোসেন মিলন, তুহিন আহমেদ, রাজন আহমেদ, মিজান আহমেদ, সাহিদ আলী, জাহেদ আহমেদ, রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, হেলাল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা সাদিকুর রহমান চৌধুরী, রিপন আহমেদ, ফয়জুল হক, দিলোয়ার আহমেদ, ওবায়দুল্লাহ সুজনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশের মতো ওসমানীনগরের প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। আল্লাহর কাছে আমাদের একমাত্র প্রার্থনা—তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন।
মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ গোয়ালাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা সাদিক আহমেদ। এতে বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করা হয়। শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।