মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২৭ নভেম্বর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ টি বালু ভর্তি নৌকা জব্দ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন।
পরে জব্দকৃত নৌকা ৩টি আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মায় রাখা হয়। চেয়ারম্যানের জিম্মা থেকে ঐদিন রাতেই নৌকা ৩ টি উদাও হয়ে যায়। নৌকা উদাও এর ৩দিন অতিবাহিত হলেও প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রশাসনের নিকট কোন প্রকার অভিযোগ দায়ের না করায় জনমনে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এব্যাপারে আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, এ্যাসিল্যান্ড মহোদয়ের সম্মুখে বড়ফেচী গ্রামের জিলু মিয়া, বজিন্দ্র চন্দ্র দাশ ও গ্রাম পুলিশ উজ্জল মিয়াকে পাহারাদার নিযুক্ত করা হয়। রাতে ২ জন খাবার খেতে গেলে নৌকাগুলো নিয়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন জানান, চেয়াম্যানের জিম্মা থেকে যারা নৌকা ৩ টি নিয়ে গেছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্বে কুশিয়ারা নদী হতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় নবী হোসেন (৩০), আলাল উদ্দিন (৩১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও মনির হোসেন (২৫), মোঃ দিদার মিয়া (২৯), নজরুল (২৭)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং বালুভর্তি ৩ টি ইঞ্জিন নৌকা জব্দ করেন।