অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট:-
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ৫৮ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি। সোমবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গামাইতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নবাগত ওসি মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খানের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়া'র বাড়ির পেছনের জঙ্গল থেকে মালামাল উদ্ধার করা হয়।
জব্দ তালিকা:
✔ ৫৮ বস্তা ভারতীয় পেঁয়াজ।
✔ ৪০,০০০ শলাকা নাসির বিড়ি
ওসি আকবর হোসেন বলেন, "সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে আমাদের অভিযান চলমান। জব্দ করা মালামাল থানায় রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
স্থানীয়রা পুলিশের এমন কঠোর অভিযানের প্রশংসা করেছেন।