ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও শহরে গত গভীর রাতে আকস্মিকভাবে একটি মশাল মিছিল বের করা হয়। স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাংশের নেতা ওসমানের নেতৃত্বে এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হঠাৎ রাতের এই মিছিলকে ঘিরে এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দেয়। মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত আধা ঘণ্টার মতো স্থায়ী ছিল বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়ভাবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।