
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আরও ৭ আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য অভিযোগে মোট ৭ জনকে আটক করেছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
ঠুমনিয়া (দীঘিপাড়া) গ্রামের জগদীস চন্দ্র বিশ্বাসের ছেলে রনজিৎ চন্দ্র বিশ্বাস (৫০),
বানাগাঁও গ্রামের মোবারক হোসেনের ছেলে কালাম হোসেন (২৫),
বড়বাড়ি তাড়াউটি গ্রামের কলিম উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৫৫),
একই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে সিরাজ উদ্দিন (৩৪) ও সাদেকুল ইসলাম (৪৫),
বোয়ালধার গ্রামের মরহুম ইসাহাক আলীর ছেলে শাহাদাত হোসেন (৫০),
এবং একই এলাকার দবিরুল ইসলামের ছেলে, কৃষকলীগের ভানোর ইউনিয়নের নেতা আফজাল হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সবার নামেই সিআর মামলার পরোয়ানা ছিল। আটক ব্যক্তিদের যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে ঠাকুরগাঁও আদালতে হাজির করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা সাতজন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।