জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ নভেম্বর) গ্রেপ্তারকৃত মোস্তাকিম মিয়াকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ওই শিশুর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হয়। এসময় প্রতিবেশী মোস্তাকিম তাকে বাড়ির শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশুর চিৎকারে অভিযুক্ত তার ঘরে ঢুকে যায়।
মামলার বাদী ওই শিশুর বড় ভাই জানান, ঘটনার পর তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন আসার পর ইশারায় মেয়েটি সবকিছু খুলে বলে।পর দিন শুক্রবার মোস্তাকিম মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘মামলা দায়ের পর আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।