অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে ডলুরা আস্তানা ঘাট থেকে আদাং ঘাট পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল, নৌ পুলিশ টিম, আনসার বাহিনীর সদস্যবৃন্দ এবং বিজিবি টিম।
অভিযান চলাকালীন সময়ে ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বারকি নৌকা, ৮টি ড্রেজার মেশিন, ৪টি পাম্প ও ৫টি পাইপ জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া ১টি বারকি নৌকাসহ ৩টি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।