অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেটঃ-
আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত "মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮" এর আওতায় বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবন ও সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে ৩ জনকে ৪ মাস করে কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিশ্বম্ভরপুর থানার পুলিশ সদস্যরা এবং সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।