মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও লোককবি রাধারনণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র এর আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( পহেলা নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী সতীশ চন্দ গোস্তামী প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও লোককবি রাধারনণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র সদস্য বৃন্দ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় লোককবি রাধারমণ দত্ত সর্ম্পকে লেখার আহবান জানান, স্মরণীয় শিল্পী , বাউল কবি রাধারমণ দত্তের জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রকাশনা লোককবি রাধারনণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র বিশেষ গ্রন্থ প্রকাশ করবে।