নিজস্ব প্রতিবেদক :: আওয়াজ সিলেট ::
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেল ২টায় দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় অনুষ্ঠিত বিএনপির বিরাট গণসমাবেশ ও র্যালিতে যোগ দিতে সকাল থেকেই হাজারো নেতা-কর্মীর ঢল নামে। ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো চণ্ডিপুল এলাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচার ও ধানের শীষ প্রতীকে জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে বিএনপি উদ্যোগে এই বিশাল গণ সমাবেশ ও মিছিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন —
> “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যই হবে পরিবর্তনের শক্তি। সিলেট-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।”
তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মী আজ ঐক্যবদ্ধ, কারণ জনগণের আশা ও বিশ্বাস এখন ধানের শীষে। এই গণসমাবেশই প্রমাণ করেছে—সিলেট-৩ আসনের মানুষ পরিবর্তন চায়।
সমাবেশকে ঘিরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। স্লোগানে মুখরিত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মহাসমাবেশ সিলেট-৩ আসনে বিএনপির সংগঠনগত শক্তি ও গণসমর্থনের এক সুস্পষ্ট বার্তা দিয়েছে।