সিলেট জেলা-মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ শুক্রবার (২৪অক্টোবর) বিকাল ৪ টায় জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমানের সভাপতিত্বে ও আবুল হাসনাত শিহাবের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মিজানুর রহমান সাহেব।
সভায় সর্বসম্মতিক্রমে হাফিজ মিজানুর রহমানকে আহবায়ক ও হাফিজ আবু জাফরকে সদস্যসচিব করে ১১সদস্য বিশিষ্ট ছাত্র জমিয়ত সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। একইসাথে সৈয়দ ফাহিম আলীকে আহবায়ক ও মাহদী হাসানকে সদস্যসচিব করে ১১সদস্য বিশিষ্ট ছাত্র জমিয়ত শাহপরান থানা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।