1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার মানবতার এক অনন্য বাতিঘর- মাওলানা শায়খ ফয়েজ আহমদ ওসমানীনগরে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন প্রয়াত জাতীয় নেতা জগন্নাথপুরের কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদ এর জন্ম দিন আজ রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী ইউনিয়ন মার্কেট পয়েন্ট এর খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

এব্যাপারে ১৯ অক্টোবর এনামুল ইসলাম নামের এক প্রার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারী এনামুল ইসলাম পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা।

তিনি অভিযোগে উল্লেখ করেন, বিগত ১৯/০৯/২০২৫ ইং তারিখে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে উপজেলার অন্যান্য এলাকাসহ পাটলী ইউনিয়ন মার্কেট এলাকায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের আহ্বান করা হয়। আমি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী ও নিয়ম অনুযায়ী আমার দরখাস্তের সাথে যাবতীয় কাগজ পত্র জমা দেই। কিন্তু ১৬/১০/২০২৫ ইং তারিখে উপজেলা খাদ্য বান্ধব কমিটি প্রবাসী বলে আমার আবেনটি বাতিল করে দেয়। যদিও আমি বিগত ৫ বছর যাবত আমি আমার নিজ গ্রামে বসবাস করে আসছি।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ডিলার হিসাবে নিয়োগ পাওয়া সি এস এম এন্টারপ্রাইজ দাখিলকৃত দরখাস্তের ফাইলে খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও গুদামজাত করনের লাইসেন্স ছিলনা।এমনকি সরজমিন তদন্তকালীন সময় তদন্ত কর্মকর্তা রাজমনি সিংহ নিকট লাইসেন্স দেখাতে পারেনাই। এর পর ও সি এস এম এন্টারপ্রাইজ লটারীর মাধ্যমে ডিলার নিযুক্ত হয়। হাতনম ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং নিয়োগপ্রাপ্ত ডিলার তদন্তকালীন সময়ে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন। এতে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে অভিযোগে দাবি করা হয়।

তিনি জেলা প্রশাসকের নিকট স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা এবং অনিয়মের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করে পুনরায় নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান।

তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ জানান, তদন্তকালীন সময় সি এস এস এন্টারপ্রাইজ এর প্রো: মারজান আহমদ চৌধুরী খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও গুদামজাত করনের লাইসেন্স দেখাতে পারেনাই তা আমি প্রতিবেদনে উল্লেখ করেছি।

অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন, অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব