সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ১১ অক্টোবর রাতে রাজধানীর একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ডিবি পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ফাহিম আহমদ শাহের বিরুদ্ধে সিলেটে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ৫ আগস্ট সিলেটে সংঘটিত হত্যা, জ্বালাও-পোড়াওসহ নাশকতার মামলা। এসব মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা সময় নিউজকে বলেন, “তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তাকেআদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”
ফাহিম আহমদ শাহ দীর্ঘদিন ধরে সিলেট জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
গ্রেফতারের পর তাকে কোথায় রাখা হয়েছে এবং কখন আদালতে তোলা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি পুলিশ।