1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশনে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় মহিলা নাগরিক আটক। যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান লিমন। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

গতরাতে কেন্দ্রীয় যুবদলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরন মোহাম্মদ ইলিয়াস বিএনপিতে পদায়ন হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিমনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় ও জেলা যুবদলের নির্দেশনায় রাজিবপুর উপজেলা যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দলের দুর্দিনে মিজানুর রহমান লিমন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, রাজিবপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং নতুন নেতৃত্বের মাধ্যমে কর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় মিজানুর রহমান লিমন বলেন,

“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করব। রাজিবপুর উপজেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”

 

নেতাকর্মীরা জানিয়েছেন, তরুণ নেতৃত্ব হিসেবে লিমনের দায়িত্ব গ্রহণে উপজেলা যুবদলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লিমন। এ সময় অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,

“ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ধারণ করে নিজেকে মানুষের সেবায় নিবেদিত করতে পারলেই নেতৃত্ব সফল হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব