ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার দয়ামীর বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আব্দুল রুপ আব্দুল ল,শাহ মো. এহিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, বিএনপি নেতা হাজী মো. সুজন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রকিব আলী, কৃষক দলের সদস্য সচিব গনি মিয়া, ওলামা দলের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।