ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)–এর এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সাড়ে ৯ লক্ষ টাকা চুরি করেছে একটি হ্যাকার চক্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার শাখায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার গ্রামের গ্রামতলা (দাশপাড়া) এলাকার মো. তৈয়ব আলীর ছেলে কয়েছ আহমদ মাসুমের নামে থাকা ইউসিবিএল ব্যাংকের সঞ্চয়ী হিসাব (নম্বর: ০৪৭৩২০১০০০০১০৩৯২) থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে— রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে— চার দফায় মোট সাড়ে ৯ লক্ষ টাকা তুলে নেয় হ্যাকার চক্র। তারা ব্যাংকের এটিএম কার্ড ইউনিট অ্যাপের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে এই টাকা ট্রান্সফার করে নেয়।
ভুক্তভোগী কয়েছ আহমদ মাসুম বলেন,আমি ব্যাংকে টাকা রেখেছি নিরাপত্তার জন্য। কিন্তু ব্যাংকের একাউন্ট থেকে হ্যাকাররা আমার টাকা নিয়ে গেলো! ব্যাংকের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই এমন ঘটনা ঘটেছে। আমি এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল হক হাসান বলেন,এমন ঘটনা আমাদের ব্যাংকের ইতিহাসে বিরল। গ্রাহকের টাকা উদ্ধারে আমরা গতকাল থেকেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই ইতিবাচক ফল পাবো।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান,ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।