ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো বালিয়াডাঙ্গীতেও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বোর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান সড়ক পদক্ষেপ করে একই স্থানে গিয়ে শেষ করে।
পরে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন। আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশলসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির অনুশীলন তুলে ধরেন তারা।
তবে মহড়ার একপর্যায়ে বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে যে “ইউএনও’ অফিসে আগুন লেগেছে।’ এ ঘটনায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—এটি কেবল সচেতনতামূলক মহড়া, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে।
দুর্যোগ এলেই মানুষের ভোগান্তির সীমা থাকে না। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব।’