বিমানের প্রতি আবেগঘন পোস্টে সিলেটের কনটেন্ট ক্রিয়েটর জনি — ভাইরাল ভাবনায় ছুঁয়েছে নেটিজেনদের মন
এ রহমান আওয়াজ সিলেট প্রতিনিধি ::
বিমান— একদিকে আধুনিক সভ্যতার এক বিস্ময়, অন্যদিকে কারো কারো কাছে প্রিয়জন হারানোর প্রতীক। এই দুই বিপরীত অনুভূতির মিশেল তুলে ধরে একটি আবেগঘন পোস্ট করেছেন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জনি।
নিজের ফেসবুক পেজে নুরুল আমিন জনি লেখেন,
“বিমান বাইরে থেকে দেখতে সুন্দর, তবে বাহন হিসেবে স্বার্থপর। বিমানে চড়লে সন্তান মায়ের থেকে বিচ্ছিন্ন হয়। বিমান কেড়ে নেয় স্ত্রী-সন্তান কিংবা পরিবারের ভালোবাসা। বিমান আপনাকে বন্ধুবান্ধব থেকে আলাদা করে দেয়। বিমান আপনাকে টাকার সন্ধানে নামিয়ে দেয়, তবে কবে ফিরিয়ে আনবে তার গ্যারান্টি নাই।”
জনির এই গভীর অনুভূতির পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই কমেন্টে লিখেছেন— “এ যেন প্রবাস জীবনের বাস্তব চিত্র।” কেউ কেউ আবার বলেন, “বিমানের ডানায় ভর করে স্বপ্নপূরণে যাওয়া মানুষদের পেছনের বেদনাটাই যেন এই লেখায় ফুটে উঠেছে।”
সিলেটের এই কনটেন্ট ক্রিয়েটর জনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মানবিক ও চিন্তাশীল কনটেন্টের জন্য বেশ পরিচিত। তার এই সাম্প্রতিক পোস্টটি প্রবাসীসহ সাধারণ নেটিজেনদের মাঝেও ছুঁয়ে গেছে গভীরভাবে।
একটা সাধারণ বাহনের মধ্য দিয়েও যে জীবনের জটিল অনুভূতি, বিচ্ছেদ আর ভালোবাসার গল্প বলা যায়— জনির লেখায় সেটাই নতুন করে মনে করিয়ে দিল সবাইকে।