ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
জিতু আহমদ আওয়াজ সিলেট ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার অপু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। দুর্যোগের সময় আগাম সতর্কতা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রদর্শনী ও সচেতনতামূলক স্টল পরিদর্শন শেষে দিবসের কর্মসূচি শেষ হয়।