সিলেট অডিশনে উজ্জ্বল প্রতিভা—ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর মূল পর্বে স্থান পেলেন চারজন
আরাফাত রহমান শাহ, আওয়াজ সিলেট।
সিলেট অডিশনে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর প্রাথমিক পর্ব। বাউল সুর ও লোকসংগীতের অনন্য পরিবেশনার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করে সিলেট অঞ্চল থেকে ম্যাজিক কার্ড অর্জন করেছেন চারজন প্রতিযোগী—দেবযানী রায় (মৌলভীবাজার), শিমলা মুন্ডা (সিলেট), ফারজানা আক্তার আশা (সুনামগঞ্জ, সিলেট) এবং কৃপেশ সূত্রধর (হবিগঞ্জ, সিলেট)।
বাউল গান, আধ্যাত্মিক সুর ও লোকসংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে সাজানো এই অডিশনে অংশগ্রহণ করেন সিলেট বিভাগের অসংখ্য প্রতিভাবান শিল্পী। তাঁদের মধ্য থেকে বাছাই করা এই চারজন এখন সুযোগ পাচ্ছেন ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর মূল পর্বে নিজেদের প্রতিভা আরও বৃহৎ পরিসরে তুলে ধরার।
উদ্যোগটি পরিচালনা করছে Sun Foundation, যা বাংলাদেশের লোকসংগীতকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
সিলেটের এই চারজন বিজয়ীকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে ম্যাজিক বাউলিয়ানা পরিবার—তাঁদের সুরে আবারও জাগুক বাংলার বাউল আত্মা।