1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশনে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় মহিলা নাগরিক আটক। যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

৬ দফা দাবিতে ওসমানীনগরে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

শিশু টিকাদানে কর্যক্রম বন্ধ,ভোগান্তি অভিভাবকরা


ওসমানীনগর প্রতিনিধি::
নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিকভাবে পদোন্নতিতে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নে বারবার আন্দোলন করেও সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

তারা সরকারের প্রতি দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্মবিরতির অংশ হিসেবে ইপিআই টিকাদান কেন্দ্র ও আসন্ন টিভিসি টিকাদান ক্যাম্পেইনসহ সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন—হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মনিন্দ্র চন্দ্র দেবনাথ, অবিভক্ত বালাগঞ্জের সাবেক সহ-সভাপতি প্রদীপ রঞ্জন দেব, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. রফিক মিয়া, সহ-সভাপতি হেলেনা পারভীন ও প্রীতিশ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমদ ও ছামাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিপু চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক চক্রবর্তী, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সন্দীপ সূত্রধর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমরান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিয়াস সাহা, মহিলা বিষয়ক সম্পাদক রুমা রানী দাস, সদস্য মো. রেহান উদ্দিন জায়গীরদার, কৃষ্ণা রানী দে, শিমুল বারী প্রমুখ।
এদিকে কর্মবিরতির কারণে শিশু টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় অভিভাবকরা পড়েছেন চরম ভোগান্তিতে। টিকা দিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব