ফেঞ্চুগঞ্জে নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
এ রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি আওয়াজ সিলেট।
সিলেটের ফেঞ্চুগঞ্জে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— সিলেট জেলার মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও মোহাম্মদ সায়েম আহমদ (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ইলাশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে।