মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশী এবং প্রবাসী বিত্তবানদের অর্থায়নে এই মাদ্রাসাটির নতুন ভবন কাজ শুরু করেছে পরিচালনা কমিটি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়ার
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি দিলোওয়ার হোসেন দুলা, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তালুকদার, মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমদ মিনার প্রমুখ।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সুহেল আহমদ তালুকদার, মাদ্রাসা শিক্ষক ইজাজুল হক, নাহিদ আহমদ, সদস্য আব্দুল মছব্বির লেবু, মাওলানা আব্দুল গাফ্ফার, আব্দুল মালেক, আজাদ মিয়া তালুকদার, হাজি তখদ্দুস আলী, রমজান আলী, খোকন মিয়া, জগদীশপুর গ্রামের প্রবীন মুরব্বিসহ যুব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপনে মোনাজাত করেন অত্র মাদ্রাসার সুপার তোফায়েল আহমদ মিনার। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়।