1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

জগন্নাথপুরে অল্প ব্যয়ে উন্নত চিকিৎসার জন্য শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে জগন্নাথপুর বটেরতল নামক স্থানে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।

স্বল্প ব্যয়ে নির্ভুল চিকিৎসার প্রত্যয়ে জগন্নাথপুরে যাত্রা শুরু করলো শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার ও অঙ্গ সহযোগী প্রতিষ্টান।

শুক্রবার ৩রা অক্টোবর বিকেল ৪টায় জগন্নাথপুর বটেরতলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্টানে চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মারজান আহমদ এর সভাপতিত্বে কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসার ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হিফজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্লা খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লুৎফুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান চৌধুরী বলেন, জগন্নাথপুরে অনেক প্রতিষ্ঠান আছে। আসার পথে হাসপাতাল দেখে আসলাম চিকিৎসা সেবায় মানুষ অনেক কষ্ট করছে। আপনারাও শুরু করছেন। আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কমনা করছি। তবে বলে রাখতে চাই, টাকা উপর্জনই শেষ কথা নয়। মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিতে পারলেই সেই আস্থা অর্জন করা সম্ভব।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মারজান আহমদ বলেন, স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয়। টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ কামরান আহমদ বলেন, জগন্নাথপুরে চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। একই সাথে স্বল্প ব্যয়ে মানুষ চিকিৎসা সেবা পেতে আমরা সকলের সহযোগিতা চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব