বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা পূজামন্ডপ পরিদর্শন
করলেন।
মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা
মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর) রাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম এবং সার্বিক পরিবেশগত বিভিন্ন দিক ঘুরে দেখেন ও খোজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, শিক্ষানবিশ মুস্তাক আহমদ মস্তফা এবং সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এছাড়াও পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন বাহাড়া-দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা কান্ত দাশ তালুকদার, দক্ষিণ বিশ্বনাথ বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষক সমীর কান্ত দে, বিশ্বনাথ সদর দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রিপন দাস, বর্তমান সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, শ্রী শ্রী শনি মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে প্রমুখ।