খেলা ডেস্কঃ-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আজ বড় চমক দেখা গেছে। জাতীয় ও জেলা পর্যায়ের সাবেক ক্রিকেটার এবং দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন।
আজ (বুধবার) বিসিবি নির্বাচনের প্রক্রিয়ায় তামিম ইকবালসহ বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে আসিফ আকবরের পক্ষে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হন।
বাংলাদেশের সংগীতাঙ্গনে একাধারে জনপ্রিয় তারকা আসিফ আকবর অতীতে জেলা পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং খেলাধুলার সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা।
সমর্থকদের কেউ কেউ মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এখন থেকে বাংলাদেশ কোনো ম্যাচ জিতলে ‘সাবাশ বাংলাদেশ’ গানটা বাজানো আর কেউ ঠেকাতে পারবে না!”
বিসিবির নতুন পরিচালক হিসেবে আসিফ আকবর ভবিষ্যতে কীভাবে ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবেন, তা এখন দেখার অপেক্ষা।