ওসমানীনগর প্রতিনিধি ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার বলেছেন, “মানব সভ্যতা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সর্বত্র মানুষে মানুষে হিংসা, হানাহানি ও প্রবল দ্বন্দ্ব বিরাজ করছে। প্রাণ মাত্রই শান্তির খোঁজে ওষ্ঠাগত। চরম এ ক্রান্তিলগ্নে আদর্শ সমাজ ও জাতি গঠনে বিশ্ববাসীর মুক্তির দূত রাসূল (সা:) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। কেবলমাত্র তাঁর সঠিক অনুকরণই মানবজীবনে মুক্তি বয়ে আনতে পারে।”
শনিবার (ঈদে মীলাদুন্নবী উপলক্ষে) সিলেটের ওসমানীনগরে উপজেলা তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে রাসূল (সা:) এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল। সেমিনারের উদ্বোধন করেন মোদার্রেসিন ওসমানীনগর উপজেলা সভাপতি ও মাদারবাজার ফযজুল উলূম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিযাত্রিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুবীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—আল ইসলাহ সিলেট জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী,সিলেট পশ্চিম জেলা সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহজাহান আহমদ,হলিমপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ,আলহাজ্ব গোলাম সোবহান দিনার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহজাহান আহমদ প্রমুখ।