আজ শুক্রবার বাদ জুমা ঢাকার কাকরাইল ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কারও হাতে কোনো ব্যানার বা ফেস্টুন ছিল না।
মিছিল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শক্তিশালী দল আওয়ামী লীগের পলাতক বিভিন্ন এমপি, মন্ত্রী ও নেতৃবৃন্দ প্রতিক্রিয়া জানান।
তারা মন্তব্য করেন—
“দেশের চলমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়েছে।”