অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট:-
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বাঁশতলা বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জুমগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১২৩০/৮-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো পাওয়া যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। গরুগুলোর কোনো মালিক পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে এগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক অফিসে জমা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।