অভিজিৎ হাজং, বিশ্বম্ভরপুর প্রতিনিধি | আওয়াজ সিলেট
সুনামগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাটস্থ গোদারাঘাট (ওয়ার্কশপ) এলাকার সড়কে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম। এসময় ডলুরা গ্রামের মৃত ময়নুল উদ্দিনের ছেলে আব্দুল আলী (৫০) ও হবিগঞ্জ জেলার আলীনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৯) কে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।