1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

বিশ্বনাথে পিকআপ-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে অটোরিক্সা চালকের মৃত্যু।

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথে পিকআপ-অটোরিক্সার ত্রিমুখী
সংঘর্ষে অটোরিক্সা চালকের মৃত্যু।

মোঃ জাহান মিয়া আওয়াজ সিলেট বিশ্বনাথ প্রতিনিধি::

সিলেটের বিশ্বনাথে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ সড়কের ‘মেসার্স শাহজালাল এলপিজি এন্ড অটো গ্যাস ফিলিং স্টেশন’র সামনে ‘দুইটি পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সা’র মুখোমুখী সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে।
ত্রিমুখী ওই সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সা চালক কুতুব উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত কুতুব উদ্দিন সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই কানাডা প্রবাসী ফটো সাংবাদিক আমির হোসেন সাগর।
সংঘর্ষের ঘটনায় এনামুল ইসলাম পারভেজ (৩৫) নামের এক অটোরিক্সা যাত্রী’সহ অন্তত আরোও দুই জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের ইলাল উদ্দিনের পুত্র এনামুল ইসলাম পারভেজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত অন্য জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জগামী একটি পিকআপ (ঢাকা মেট্টো-ঠ ১৩-১৭৭৯) অনিয়ন্ত্রিতভাবে ফিলিং স্টেশনে প্রবেশের সময় সিলেটগামী বেপারোয়া গতির নাম্বার বিহীন আরেকটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সুনামগঞ্জগামী সিএনজি চালিত অটোরিক্সা (সিলেট-থ ১১-২৯৯৪)’কে সজোরে আঘাত করে। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিক্সা চালত কুতুব উদ্দিন। এসময় অটোরিক্সাতে থাকা যাত্রী এনামুল ইসলাম পারভেজ’সহ আরোও একজন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুতুব উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জন ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন ‘২টি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিক্সা’ জয়কলস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের হেফাজতে নিয়েছে।
এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ত্রিমুখী সংঘর্ষের ‘২টি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিক্সা’ আমাদের হেফাজতে রয়েছে। আর এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব