এ রহমান - আওয়াজ সিলেট প্রতিনিধি
জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট–এর ভক্তদের জন্য দারুণ খবর। দীর্ঘ অপেক্ষার পর সিজন ৫-এ আবারও ফিরছেন দর্শকপ্রিয় চরিত্র নেহাল। তৌসিফ মাহবুব অভিনীত এই চরিত্রটি নাটকের শুরু থেকেই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।
নাটকের পরিচালক কাজল আরেফিন অমি প্রতিটি সিজনেই নতুন চমক এনে দর্শকদের মন জয় করেছেন। আর এবার নেহালের প্রত্যাবর্তন ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে খবরটি।
নেহালের অনন্য স্টাইল, সংলাপ আর ভিন্নধর্মী উপস্থিতি সবসময়ই তরুণ প্রজন্মকে মুগ্ধ করেছে। অনেক দর্শকই নেহালকে ব্যাচেলর পয়েন্টের অন্যতম প্রাণভোমরা চরিত্র হিসেবে উল্লেখ করে থাকেন।
তাই সিজন ৫-এ নেহালের ফেরা কেবল নাটকের গল্পকেই সমৃদ্ধ করবে না, বরং ভক্তদের জন্যও হয়ে উঠবে বাড়তি আনন্দের উপলক্ষ।