সিলেট এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা চা বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। সংঘর্ষে নিহত ব্যক্তির দেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার মুখমণ্ডল চেনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে।