রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলা-এর কবর ভেঙে লাশ উত্তোলন করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
নুরাল পাগলা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করতেন। তাঁর কবর কাবা শরিফের আদলে উঁচু বেদিতে নির্মাণ হওয়ায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছিল।
আজ বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর, দরবার শরিফে অগ্নিসংযোগ এবং পরে কবর থেকে লাশ তুলে মহাসড়কের মোড়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সরকার ঘটনাটিকে “অমানবিক ও বর্বর” আখ্যায়িত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।