ঠাকুরগাঁও রাণীশংকৈলে পৌর বিএনপি’র উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,
বুধবার ( ৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর বিএনপি’র আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাণীশংকৈল পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকালে রাণীশংকৈল বন্দর চৌরাস্তা মোড়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে আলোচনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, গেস্ট অফ অনার,আল্লামা ওয়াহিদ বিন নূর আলিফ, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সভাপতি তো করেন, শাহজাহান আলী,সভাপতি পৌর বিএনপি, সঞ্চালনায়, মহসিন আলী সাধারণ সম্পাদক পৌর বি এন পি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক,কামরুল হুদা,লিটন প্রধান, পৌর যুবদলের আকতারুল ইসলাম আকতার, ওমর ফারুক,মুক্তারুল ইসলাম মুক্তার, মমিন,মাহবুব,রহমান,এরশাদ, প্রমূখ ।
এছাড়াও এ সময় উপজেলা, পৌর মহিলা দলের ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গওসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।